এবার নিজস্ব সার্চ ইঞ্জিন আনছে "অ্যাপল"❗

  এবার নিজস্ব সার্চ ইঞ্জিন আনছে "অ্যাপল"❗


বিস্তারিতঃ

এবার নিজস্ব সার্চ ইঞ্জিন আনছে টেক জায়ান্ট অ্যাপল। এটাকে চমকই বলতে পারেন। বলা হচ্ছে গুগলকে টেক্কা দিতে গুগলের মত নিজস্ব সার্চ ইঞ্জিন আনতে পারে অ্যাপল।


আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, আসলে অ্যাপল ও গুগলের মধ্যেকার একটি গুরুত্বপূর্ণ চুক্তি শেষ হতে চলেছে। এতদিন অ্যাপলের সাফারি ( Safari) ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে থাকতো গুগল। এরজন্য গুগল, অ্যাপল কে কোটি কোটি  ডলার দিত। 


তবে শোনা যাচ্ছে এবার অ্যাপল নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরিতে বিনিয়োগ করতে চলেছে, পাশাপাশি সংস্থাটি এআই এক্সপার্ট, সার্চ ইঞ্জিনিয়ার ইত্যাদি কর্মী নিয়োগ করছে।


আরো জানা যায়, ইতিমধ্যে “গুগল সার্চ”-কে বুড়ো আঙুল দেখিয়ে স্পটলাইট সার্চে সরাসরি সার্চ রেজাল্ট দেখাতে শুরু করেছে অ্যাপল। রিপোর্ট অনুযায়ী, ‘iOS 14’ বিটা এবং ‘iPadOS 14’ বিটা ইউজাররা স্পটলাইট সার্চ রেজাল্ট দেখতে পাবেন।


একটি সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপল তাদের ইমেল, মেসেজ, ম্যাপ, ইভেন্ট, রিমাইন্ডার, নোট, ফটো, ফাইল, কন্ট্যাক্ট, মিউজিক, নিউজ, টিভি শো, বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ ইত্যাদিতে সার্চ রেজাল্ট প্রোভাইড করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং মেশিন লার্নিং (ML) ব্যবহার করতে পারে। পাশাপাশি সংস্থাটি ইউজারের ডেটা সুরক্ষা সম্পর্কেও সচেতন থাকবে। এই কারণে Apple সার্চ ইঞ্জিনে হয়তো কোনো রকম বিজ্ঞাপন থাকবে না।


                                             <💡সূত্র: ম্যাঙ্গো টিভি

This Vlog is published by 

Rakibul Hasan 


Follow me on Facebook : 

https://www.facebook.com/profile.php?id=100046915545261


Post a Comment

0 Comments