৩৬০ ডিগ্রির পাখি "হামিংবার্ড" ⁉️

বৈচিত্র্যময় পৃথিবীতে বিস্ময়ের যেন কোন কমতি নেই। প্রকৃতি থেকে পশু-পাখি সবার ক্ষেত্রে রয়েছে কিছু অবাক কর তথ্য। আজকের ব্লগে আমরা হামিংবার্ড নিয়ে জানবো। 

           ৩৬০ ডিগ্রির পাখি "হামিংবার্ড" ‼️

 


 পৃথিবীর একমাত্র পাখি "হামিংবার্ড" , যে কিনা শুধু ডানার উপর ভর করে সামনে, পিছনে, উপর-নীচে ঘুরতে পারে। এই বিশেষ বৈশিষ্ট্য অন্য কোন পাখির না থাকায় , হামিংবার্ডকে  ৩৬০ ডিগ্রীর পাখি হিসেবেও ডাকা হয়। 



আকারে খুব ছোট হলেও , আলাস্কা এবং দক্ষিণ চিলি অঞ্চলে সব মিলিয়ে প্রায় ৩০০ প্রজাতির হামিংবার্ড রয়েছে। এদের মধ্যে " কিউবান বি " সবচেয়ে ছোট আকৃতির পাখি , যার আকার মাত্র ২ ইঞ্চি। 


হামিংবার্ড খালি চোখেও আল্ট্রা ভায়োলেট রশ্মি দেখতে পায়। এমনকি খুব দ্রুত বেগে উড়বার সময় হামিংবার্ড তৃতীয় এক জোড়া চোখ ব্যবহার করে থাকে তার নিরাপত্তার জন্য। ফুলের ভেতর লুকিয়ে থাকা পোকাই তাদের প্রিয় খাবার। 


হাটঁতে সক্ষম না হলেও , একটি হামিংবার্ড প্রতি সেকেন্ডে ২০০ বার ডানা ঝাপটায়❗শুধু তাই নয় , প্রতি মিনিটে ১২০০ বার হৃদস্পন্দন হয় এই পাখির। দেহের তুলনায় সবচেয়ে বড় যন্ত্রটিও হামিংবার্ডের , যা অন্য কোন পাখির এমনটি নেই ।


পোষ্টটি যদি আপনার কাছে ভালো এবং শিক্ষা মূলক হয়ে থাকে তবে CommentShare করতে ভুলবেন না। 


                              <💡 Source :Wowbox


This Vlog is published by :

Rakibul Hasan


Follow publisher on Facebook:

https://www.facebook.com/profile.php?id=100046915545261

Follow on Instagram :

https://www.instagram.com/rakibul_hasan17












Post a Comment

1 Comments